বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড পশ্চিমবঙ্গের কালিম্পং-এ NH-717A-এর বাগরাকোট-কাফের সেকশনকে সক্রিয়ভাবে আপগ্রেড করছে।
এই প্রকল্পটি প্যাকেজ-4বি-এর অধীনে কিমি 13 এবং 25 কিলোমিটারের মধ্যে প্রসারিতকে ফোকাস করে, বিদ্যমান হাইওয়েটিকে পাকা কাঁধ সহ একটি 2-লেনের রাস্তায় রূপান্তরিত করা হবে।
এই উদ্যোগের লক্ষ্য এই মূল এলাকায় রাস্তার অবকাঠামো উন্নত করার মাধ্যমে সংযোগ বৃদ্ধি করা এবং আঞ্চলিক উন্নয়ন বাড়ানো, যা স্থানীয় এবং ভ্রমণকারীদের সমানভাবে উপকৃত করা। বহুদিন ধরে করা এই পরিকল্পনা বাস্তবায়িত হবে আর কয়েক বছরের মধ্যেই। জানা গেছে এই রাস্তা তৈরি করতে 900 কোটি টাকার মতো প্রাথমিক খরচ আছে। তবে রাস্তা তৈরি হলে কালিপঙের সাথে অন্যান্য শহর যেমন দার্জিলিং কাশিয়ান এবং মিরিকে এর যোগাযোগ অনেক ভালো জায়গা পৌঁছাবে। বহুদিন ধরে চলছিল এই পরিকল্পনার বাস্তবায়ন করা। রাস্তা তৈরি না হওয়ার কারণে, বহু সমস্যা তৈরি হয়েছিল। পর্যটকেরা অনেকে পিছিয়ে আসছিলেন। তবে এবার দাবি করা হচ্ছে এই রাস্তা যদি সঠিক রুপায়ন হয় তবে কালিম্পংকে দার্জিলিং এর সাথে তুলনা করা যাবে। কারণ যদি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দেখা হয় তবে দার্জিলিং এর থেকে কোনভাবেই পিছিয়ে নেই কালিম্পং, শুধুমাত্র যাতার ব্যবস্থা সমস্যা তৈরি হওয়ায় এতদিন মানুষ পিছিয়ে ছিলেন। তবে রাস্তা হয়ে যাওয়ায় অনেকটাই চলে আসবে সামনের সারিতে দাবি অনেকের। তবে সময় লাগবে বলে যাবে , অনেক পর্যটন সংস্থার। তারা জানিয়েছেন প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের জন্য কিছুটা সময় বেশি লাগতে পারে।