বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ইতিহাস ভুলে যেতে চাইলেও এতো সহজে ভোলা যায় না। ইতিহাস ঠিক কথা বলে। সালটা ১৯৭১। ওই বছরের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।
দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও কলকাতায় বিজয় দিবসে প্রতিনিধি পাঠাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সংশয় ছিল বাংলাদেশের ভূমিকা নিয়ে।
এই মুহূর্তে বাংলাদেশের একটাই সুর – ভারত ও হিন্দু বিরোধিতা। তাই ইউনুস সরকার শেষ পর্যন্ত কি করবে তা নিয়ে ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছল বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিজনরা। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের তরফে তাঁদের স্বাগত জানানো হয়। আজ (সোমবার) বিজয় দিবসের অনুষ্ঠানে সকালে কুচকাওয়াজে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুপুরে অন্য একটি অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।