বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার আবার কিছুটা বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। অন্যদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা সপ্তাহের শেষে। এর ফলেই আবহাওয়ার পরিবর্তন।
আলিপুর আবহাওয়া অফিস এক বার্তায় জানায়, সোমবার থেকে রাজ্যে আবার কমতে পারে শীত। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা নিয়ে কোনও পূর্বাভাস বা সতর্কতাও দেয়নি হাওয়া অফিস। উইকেন্ডে মেঘলা আকাশের সম্ভাবনা ৷ দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামান্য বাড়লেও কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে তাপমাত্রা। আরও ২৪ ঘণ্টা পরিষ্কার আকাশ এবং জাঁকিয়ে শীতের পরিস্থিতি। আগামিকাল, মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায় ১৩ ডিগ্রির ঘরে পারদ। তাপমাত্রা সামান্য বাড়লেও শহরে জমিয়ে শীতের আমেজ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের এই স্পেল চলবে। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।