বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলার পশ্চিম অংশে, বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সেই ঠান্ডা থেকে পরিত্রান পেতেই আগুন পোহাচ্ছিল পুরুলিয়া ঝালদার ৬৫ বছরের এক বৃদ্ধা।
তার নাম শান্তিবালা বৈষ্ণব। জানা যাচ্ছে,ঝালদা শহরের বৃদ্ধা শান্তিবালা ঠান্ডা থেকে বাঁচতে আগুনে হাত পা গরম করছিলেন। হঠাৎ করে সেই সময় পরনের শাড়ি ও চাদরে আগুন লেগে যায়। প্রথমটায় বুঝতে পারেননি। শরীর আঁচল বেয়ে আগুন লাগে শরীরে।
শরীরের নিম্নাঙ্গ একেবারে ঝলসে যায়। বাড়ির লোকজন দেখতে পেয়ে আগুন নিভিয়ে স্থানীয় ঝালদা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু রক্ষা করা যায় নি।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ঝালদা স্বাস্থ্যকেন্দ্রে থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। রবিবার সকালে বৃদ্ধার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।