বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘কাঁথি’ মানেই তৃণমূল-বিজেপির প্রেস্টিজ ফাইট। এ লড়াই আসলে মমতা বনাম শুভেন্দুর লড়াই। কিন্তু এবার কাঁথিতে সামান্য কিছু পেয়ে খুশি থাকতে হলো শুভেন্দুকে। অন্যদিকে তৃণমূল শূন্য পেলো পাণ্ডুয়ায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথি কো অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। তবু তৃণমূলের কাছে বিরাট ব্যবধানে পরাজয় বিজেপির। ১০৮ আসনের মধ্যে ১০১টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। মাত্র ৭টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে, হুগলির পাণ্ডুয়ায় সমবায় নির্বাচনে বড় জয় পেল বামেরা। সমবায়ের ১২টি আসনেই জয়লাভ করে সিপিএম। পাণ্ডুয়ার ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে সিপিএম। বাকি ১১ আসনে তৃণমূল ও সিপিএম প্রার্থী দিয়েছিল।
সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার মোট ১৫ টি ভোটকেন্দ্রের মধ্যে স্থান পরিবর্তিত ৫টি ভোটকেন্দ্রে ১৫ জন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন করা হয়। সকাল ন’টা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে ভোটগ্রহণ। কাঁথি এক, দুই, তিন, চার ও এগরা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। অবশেষে ভোটের ফল ঘোষণাতে দেখা গেলো কাঁথি এখন মমতার পক্ষে। শুভেন্দু অনেকটাই দূরে সরে গেছে।