বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা বা বাংলা, বিহার, ওড়িশা দখল তো পরে হবে। আগে নিজেদের দেশের মানুষদের খাবার জোগাড় করুন। সবজি-পাতির কেমন দাম বাংলাদেশে? বাজারে আলুর দর ৯০ থেকে ১২০ টাকা প্রতি কেজি।
পেঁয়াজের দাম ১২৫ টাকা। পুরনো আলুর দামও প্রতি কেজি ৮০ টাকা কমপক্ষে। যে কলকাতা দখলের দিবাস্বপ্ন দেখছে বাংলাদেশিরা, সেখানে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ টাকা। যুদ্ধের জিগির তুলে আর কতদিন মানুষের খিদেকে ভুলিয়ে রাখবেন। এর ফলেই দেখা দেবে গৃহযুদ্ধ।
কলকাতায় ৬০-৭০ টাকায় পেঁয়াজ পাওয়া যাচ্ছে, সেখানেই বাংলাদেশে পেঁয়াজের দাম অন্তত ১২৫ টাকা। শুধু আলু-পেঁয়াজ নয়, ডিমের দাম তো আরও বেশি। কলকাতায় যেখানে ৭ থেকে ৮ টাকায় ডিম পাওয়া যায়, সেখানে বাংলাদেশের বাজারে ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা বা তারও বেশি দামে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫৭ টাকায় পৌঁছেছে। উত্তপ্ত পরিস্থিতি, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। এতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কারণ রাজায় রাজায় যুদ্ধ হলেও, প্রাণ যাবে তাদেরই। না খেতে মরতে হবে।