বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে বলেই কূটনৈতিক মহলের ধারণা। একদিকে ইউনুস ও তার উপদেষ্টা মন্ডলী ও আরেক দিকে বিএনপি নেতৃত্ব। এখন চলেছে বাক-যুদ্ধ। এদিকে রাজনৈতিক দলগুলিকে তুলোধোনা করে চলেছে উপদেষ্টারা।

 

পাল্টা আক্রমণ এসেছে বিএনপি-র দিক থেকে। উপদেষ্টারা অকর্মন্য, বলছে বিএনপি। সংস্কার কোথায়? এই প্রশ্নও তোলা হয়েছে। পুলিশ ঠিক হয়েছে? চালের দাম কমেছে? ইউনূসের কৈফিয়ত চায় বিএনপি। এমনকী রাস্তাঘাটের বেহাল দশা, জ্যাম নিয়েও উপদেষ্টাদের আক্রমণ করেছে বিএনপি।

এক চোরকে সরিয়ে আর এক চোরকে এনেছি! ইউনূসকে এই ভাষাতেই আক্রমণ করতে দেখা গিয়েছে এক বিএনপি নেতাকে। আগে সংস্কার পরে ভোট, দাবি ইউনূসপন্থীদের। কিন্তু, এখনই ভোট চাই, দাবি বিএনপি- জামাতের। রাজনৈতিক দলগুলিকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যে এ মন্তব্য করতে দেখা গিয়েছে এক উপদেষ্টাকে। এ মন্তব্যের তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিএনপি-র মহাসচিব মির্জা ফাখরুলের। তাঁর কথায়, “রাজনৈতিক দলগুলিকে প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ হবে। মেপে কথা বলার দরকার রয়েছে।” বিএনপি নেতাদের সাফ দাবি, চুরি রুখতে লড়াই করেছি। ৫৩ বছর কোথায় ছিলেন? পাল্টা খোঁচা এসেছে ইউনূস শিবিরের তরফে। সব মিলিয়ে উত্তপ্ত বাংলাদেশের আভ্যন্তরিন পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *