বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইরানের অন্যতম ইউটিউবার পারাস্তু আহমাদি। তিনি সম্প্রতি ইউটিউবে তার একটি অনুষ্ঠান প্রচার করে। সেখানে হিজব না পরে অনুষ্ঠান করার কারণে তাকে সরকারের রোষের মুখে পড়তে হয়।
হিজাব না পরে অনুষ্ঠান করার অপরাধে ২৭ বছরের পারাস্তু আহমাদিকে গ্রেপ্তার করা হল ইরানে। তারকা ওই ইউটিউবার সম্প্রতি একটি ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করেন। ইউটিউবে সম্প্রচারিত হয় সেটি। সেদেশের সারি শহরে ঘটেছে এমনই এক ঘটনা। ওই অনলাইন কনসার্টে কালো রঙের স্ট্র্যাপি বডিকন ড্রেস পরে পারফর্ম করেন পারাস্তু। সঙ্গে ছিলেন চারজন পুরুষ মিউজিশিয়ান। ভিডিওটির ‘ভিউ’ ছাড়িয়েছে ১৪ লক্ষ। ভিডিওর বিবরণ অংশে তিনি লেখেন, ‘এটা আমার অধিকার যা আমি অগ্রাহ্য করতে পারি না। যে দেশকে পাগলের মতো ভালোবাসি তার জন্য গান করা।’
প্রসঙ্গত, গত ২ বছর ধরে হিজাব বিতর্কে তোলপাড় হয়েছে ইরান।
২০২২ সালে হিজাব না পরে রাস্তায় বেরনোর অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছিল মাহসা আমিনি নামের এক তরুণীকে। ২৪ ঘণ্টা পরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পর বিশ্ব জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। যদিও ইরানের মৌলবাদী শাসক পালটা দমন পীড়ন চালায় বলে অভিযোগ। হিজাব আইন আরও কড়া হয় সেদেশে। আগে হিজাব আইন ভাঙলে ১০ দিন থেকে দুই মাস অবধি জেল এবং আর্থিক জরিমানা হত। মাহসাকাণ্ডের পর সেই মেয়াদ বৃদ্ধি করে ৫ থেকে ১০ বছর কারাদণ্ডের বিল পাশ হয় ইরান সংসদে। স্বাভাবিক কারণেই এবার আবার শুরু হলো নতুন বিতর্ক। এভাবে নারী স্বাধীনতা হরণ করে নেবার বিপক্ষে মুখ খুলেছেন বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো।