বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মুহূর্তে চলেছে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন। পূর্ব মেদিনীপুর মানেই তৃণমূল ও বিজেপির সম্মুখ সমর ও প্রেস্টিজ ফাইট। পৃথিবীর এই প্রথম কোনও সমবায় ব্যাঙ্ক, যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলছে নির্বাচন।

 

সমবায় ভোটে বেনজির নিরাপত্তা নিয়ে শোরগোল বঙ্গ রাজনীতিতে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। ১০৮টি আসনে প্রতিনিধি নির্বাচন। ভোটে লড়ছেন ৪৩০ জন প্রার্থী। কারচুরি রুখতে বুথে বুথে বসেছে সিসিটিভি ক্যামেরা। রাজ্যে কোনও সমবায় নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা এই প্রথম।

এই পূর্ব মেদিনীপুরেই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন। স্বাভাবিক কারণেই পূর্ব মেদিনীপুরের যে কোনো ভোটই দু’পক্ষের প্রেস্টিজ ফাইট। কাঁথি সমবায়ে ভোটে ১৬ কেন্দ্রের মধ্যে ১৪টি সেন্টারে ভোট হচ্ছে। ৮০ হাজারের বেশি ভোটার রয়েছে। সব জায়গাতেই টহল দিচ্ছে আধা সেনা। তবে তাঁদের সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। ভোট কেন্দ্রগুলির বাইরে যাতে কোনও ঝামেলা না হয় সেদিকে বিশেষ নজর রয়েছে পুলিশের। কাঁথি শহরের লাগোয়া আয়ুর্বেদ কলেজ, ক্ষেত্রমোহন, ব্রাহ্মবালিকা বিদ্যালয়ের মতো সেন্টারগুলিতে প্রায় গড়ে আড়াই থেকে তিন হাজার ভোটের রয়েছে। সকাল থেকেই চলছে ভোটদান। ভোট কেন্দ্রে ঢোকার ক্ষেত্রে রয়েছে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণ বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *