বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পাক সেনাদের কোপ থেকে নিজেকে বাঁচাতে নিজের পৈতা তাবিজের ভেতর ঢুকিয়ে মুসলিম সেজেছিলেন। পাক সেনার কর্মকাণ্ডের গোপন ছবি তুলে ভারতীয় সেনার কাছে পৌঁছে দিতেন।
নাম নিয়েছিলেন সামশের আলি। এককথায় বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর সেই গুপ্তচরের মন ভেঙে গিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে। ডুয়ার্সের চালসায় এক কানাগলিতে ভাঙাচোরা ঘরে মুক্তিযুদ্ধের স্মৃতি আওড়ান বাংলার প্রাক্তন ‘জেমস বন্ড’ সোমনাথ চৌধুরী। বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতায় আমাদেরও অবদান ছিল।’
পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের নেপথ্যে ভারতীয় সেনার অবদান অস্বীকার করার নয়। অন্যদিকে, বাংলাদেশের যারা পাক সেনাদের বিরুদ্ধে অস্ত্র হাতে গর্জে উঠেছিলেন, তাঁরা মুক্তিযোদ্ধা । সেই মুক্তিযোদ্ধাদের একজন হয়ে সোমনাথ নদিয়া জেলা লাগোয়া কুষ্ঠিয়া ও ফরিদপুরে পাক সেনাদের গতিবিধি, কর্মকাণ্ডের গোপন ছবি তোলার দায়িত্বে ছিলেন। সেই সোমনাথ এখন চালসার বাড়িতে বসে টিভির পর্দায় দেখছেন সেই বাংলাদেশের বর্তমান অবস্থা। তিনি জানালেন এইভাবে তো এক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক খারাপ হয়ে যাবে।