বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বামেরা অবশ্য অনেক আগের থেকেই বলে আসছেন -‘দিদি ও মোদী সেটিং’। এবার তাই বললেন কংগ্রেসও। আসল কথা অনেক তথ্য সামনে আসার পরেও CBI কোন কারণে হাত গুটিয়ে নিলো? ইতিমধ্যেই আরজি কর খুন এবং ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও৷ এ দিন শিয়ালদহ আদালত থেকে জামিন পেয়ে যান অভিজিৎ৷ একই সঙ্গে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও৷ গ্রেফতারির ৯০ দিন পরেও সিবিআই দু জনের বিরুদ্ধে চার্জশিট জমা না দেওয়ার কারণেই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জামিন দেন বিচারক৷

 

 

খুব স্বাভাবিক কারণেই প্রবল ক্ষুব্ধ সাধার মানুষ। তারা মোটেই মনে করছেন না যে CBI চার্জশিট দিতে পারে নি, বরং তাদের মনে হয়েছে CBI চার্জশিট দেয় নি। সেই সুর ধরা পড়েছে টলি পড়ার অনেকের কন্ঠেই। বড় থেকে ছোটপর্দা সমস্ত তারকারা একজোট হয়ে প্রতিবাদে সামিল হয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত দোষীরা ধরা পড়ল না৷ টলিউড অভিনেত্রী চৈতি ঘোষাল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, সিবিআই এর উপর আস্থা নেই। হতাশ করেছে সিবিআই। রাজ্য পুলিশ যতটুকু তদন্ত করেছিল সিবিআই তার চেয়ে বেশি তিন মাসে কিছু করতে পারেনি। সুতরাং এখন মুখ্যমন্ত্রীর ওপরই ভরসা রাখছেন চৈতি ঘোষাল। অভিনেত্রী মানসী সিনহা বলেছেন, সিবিআই নির্যাতিতার বাবা-মায়ের জায়গায় নিজেকে রেখে দেখুক আর কত দিনের অপেক্ষা। যার মেয়ে খুন হল কি কারণে খুন হল সেটা এতদিনে জানতে পারল না। তিন মাসের উপর কোনও চার্জশিট হলো না। কার ওপর আমরা সাধারণ মানুষ ভরসা রাখব। অভিনেত্রী দেবলীনা দত্ত বলেছেন, সিবিআই-এর অবস্থান সমস্ত আশা ভরসাকে চুরমার করে দিয়েছে। ৯০ দিনে কোন চার্জশিট জমা পড়েনি। সন্দীপ ঘোষ জামিন পাচ্ছে। সিবিআই-এর কাছে প্রশ্ন আমার নাগরিক হিসেবে যে আপনারা কি করলেন?রাজ্য পুলিশের ওপর আমার আগেও ভরসা ছিল। সমাজ মাধ্যমে একটা খবর খুব প্রচার হচ্ছে যে CBI কে চার্জশিট জমা দিতে দেওয়া হয় নি। হাতভাগ্য আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *