বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মেট্রোর উদ্বোধন, বিজেপির সভা-সহ একাধিক কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন কলকাতায়। তারই মধ্যে এদিন সকাল দশটায় বিশেষ ঘোষণা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি একথা জানিয়েছেন।
মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী লিখেছেন, বুধবার সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা করবেন তিনি। সময় সকাল দশটা। মুখ্যমন্ত্রী কী ঘোষণা করবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
বিজেপি রাজ্যের প্রায় অর্ধেক আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে বর্ষীয়ান নেতা তাপস রায় তৃণমূল ছাড়ার কছা জানিয়েছেন। সেই পরিস্থিতিতে ১০ মার্চ তৃণমূল সভা করতে চলেছে ব্রিডেগে। তার আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহরে রয়েছেন। বুধবার সকালে তিনি দেশের মধ্যে প্রথম জলের নিচ দিয়ে মেট্রোর উদ্বোধন করবেন। এছাড়াও আরও দুটি মেট্রো একটির তারাতলা থেকে মাঝেরহাট এবং নিউ গড়িয়া রুবি রুটে মেট্রো পরিষেবার সূচনা করবেন। তারপরেই বারাসতে রয়েছে বিজেপির সভা। সেখানে ভোটের মুখে প্রধানমন্ত্রী কী বলে, সেই সভায় অন্য কোনও দল থেকে কেউ বিজেপিতে যোগ দেন কিনা, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাংলার সরকারের গ্যারান্টির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, মনে রাখবেন, বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা রক্ষা হয়। আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে, ওটা বর্জন হয়। নির্বাচনের আগে গ্যাস বেলুন আর নির্বাচনের পরে বেলুনটা ফুটো হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে বিজেপির স্লোগানকে কটাক্ষ করেছিলেন।
গত সপ্তাহে বাংলায় এসে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, মোদীর গ্যারান্টির কথা। বলেছিলেন, লুটনে ওয়ালোকো লটানা পড়েগা। তিনি বলেছিলেন, লুট করা টাকা ফিরিয়ে দেওয়ার কথা। প্রসঙ্গত বিজেপি এবার ‘মোদী কি গ্যারান্টি’ স্লোগানকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে।