বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কাক ভোরে কাঁথির তৃণমূল নেতা মানব পাড়ুইয়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঢুকে পরে এনআইএর অধিকারিকরা। মানব পাড়ুই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ।
জানা যাচ্ছে, ২০২২ সালে ভুপতিনগর থানার নাড়ুয়াবিলা গ্রামে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল, সেই প্রসঙ্গেই এনআইএ তদন্ত করতে তার বাড়িতে আসেন। ফিরে যাবার সময় তদন্তকারী অফিসারেরা তার বাড়ি থেকে বেশ কিছু ডাইরি ও একটি ল্যাপটপ বাজায়প্ত করেন। সঙ্গে ছিলেন কাঁথি থানার বড়ো পুলিশ বাহিনী। পরে মানব পাড়ুই জানান, তদন্তের স্বার্থে তার সঙ্গে কথা বলতে আসেন এনআইএ অফিসারেরা। তিনি প্রয়োজনীয় সাহায্য করেছেন। ভবিষ্যতে আবার প্রয়োজন হলে তিনি সাহায্য করবেন। কিন্তু নাগরিক মহলের প্রশ্ন, কেন তার বাড়ি থেকে ডাইরি ও ল্যাপটপ বাজায়প্ত করা হয়েছে? সেক্ষেত্রে কী কিছু সন্দেহ করছে এনআইএ?