বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সেবক থেকে রংপোর পথে কবে ট্রেন ছুটবে, তা নিশ্চিত নয়। কিন্তু শীঘ্রই নতুন ট্রেন পাচ্ছে সেবক । সেই ট্রেনে সরাসরি যোগসূত্র ঘটতে চলেছে দেশের রাজধানী নয়াদিল্লির সঙ্গে।
সেবক-রংপো রেলপ্রকল্পের কথা মাথায় রেখে নতুন ট্রেনের পরিকল্পনা উত্তর-পূর্ব সীমান্ত রেলের। প্রাথমিকভাবে ট্রেনটি সেবক থেকে ছাড়লেও অদূরভবিষ্যতে এই ট্রেনটিকেই টেনে নিয়ে যাওয়া হবে রংপো পর্যন্ত। উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে নতুন হাইস্পিড ট্রেনের কথা যেমন রয়েছে, তেমনই নিউ জলপাইগুড়ি জংশন-আনন্দবিহার টার্মিনালের মধ্যে চলা সুপারফাস্ট এক্সপ্রেসকে সেবক পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, সেবক-আনন্দবিহার ট্রেন চলাচলের ব্যপারে সবুজ সংকেত দিয়েছে রেল বোর্ড। তবে কী ধরনের এবং কবে থেকে ট্রেনটি চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যেমন নির্দিষ্ট হয়নি সময় এবং স্টপেজ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক আধিকারিক বলছেন, ‘রেল বোর্ডের অনুমতি যখন পাওয়া গিয়েছে, তখন সেবক-নয়াদিল্লি ট্রেন চলাচল শুরু হতে বেশিদিন লাগবে না। ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত।’
সিকিমকে রেল মানচিত্রে জুড়তে উদ্যোগটা শুরু হয়েছিল কয়েক বছর আগেই। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ১০ নম্বর জাতীয় সড়ক দিনের পর দিন বন্ধ থাকায় পাহাড়ি পথের রেলপ্রকল্পটির কাজ কবে শেষ হবে, তা এখনও অনিশ্চিত। আগামী বছর ১৫ অগাস্ট সেবক-রংপো রেলপ্রকল্পে প্রথম ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও, তা যে হচ্ছে না ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড আগামী বছর ডিসেম্বর নতুন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে ডিসেম্বরের আগে রংপো পর্যন্ত ট্রেন চালানো না গেলেও, সেবক থেকে তিস্তাবাজার পর্যন্ত ট্রেন চালানো যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে।
ইরকন সূত্রে খবর, এই পথে রেললাইন পাতার কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতুর এবং স্টেশনের কিছু কাজ চলছে। সেবক-তিস্তাবাজার ট্রেন চলাচলের আগেই অবশ্য সেবক এবং নয়াদিল্লির আনন্দবিহার টার্মিনালের মধ্যে ট্রেন চলাচলের উদ্যোগ শুরু হয়েছে রেলে। রেলের একটি সূত্রে জানা গিয়েছে, নতুন ট্রেন চলাচলের ক্ষেত্রে ২৫ ডিসেম্বর এবং ১ জানুয়ারি, সম্ভাব্য দুটি ট্রেনকে প্রাথমিকভাবে বেছে রাখা হয়েছে।
মূলত সিকিমের বাসিন্দাদের জন্য ট্রেনটি চালু করা হলেও, যেহেতু ট্রেনটি সেবক থেকে ছাড়বে, ফলে সংলগ্ন এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। সেবক থেকে কলকাতাগামী কোনও ট্রেন চালানো যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে উত্তর-পূর্ব সীমান্ত রেলে। উল্লেখ্য, সেবক-রংপো রেলপ্রকল্পটিকে আগামীতে গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের। ইতিমধ্যে সমীক্ষার কাজ শেষ হয়েছে।