বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুরো বরফে ঢেকে গেছে উত্তর সিকিম, লাচুং এখন সুইজারল্যান্ড হয়ে গেছে, জেমলিং এবং ডুরাও বরফে ঢেকে গেছে।

 

ডিসেম্বরের প্রথম সপ্তাহে যে পরিমাণে বরফ পড়েছিল দ্বিতীয় সপ্তাহে তার খামতি নেই। পর্যটকরা পুরোপুরি উপভোগ করছেন এখন সিকিম কে। আবহাওয়া খুব একটা খারাপ না হলেও বর্তমানে প্রচন্ড ঠান্ডা সিকিমে। কুয়াশা কেটে যেতে যেতে বেলা বারোটা একটা হয়ে যাচ্ছে। তবে এবার পর্যটকরা জানিয়েছেন এবার সিকিমে আসা তাদের পুরোপুরি সার্থক। পুরো বছরটা ধরেই বিপর্যয় ছিল উত্তর সিকিমে, বহুদিন ধরেই যানবাহন চলাচল বন্ধ থাকায় পর্যটকরা আসতে পারেনি উত্তর সিকিমে। এবার গতবারের তুলনায় অনেক বেশি বিদেশি পর্যটক আসছেন উত্তর সিকিমে। সিকিমের বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার কারণে হোটেলগুলি বুকিং বন্ধ রেখেছে। তাপমাত্রা এতটাই নেমে গেছে, যে গাড়ি এসে আটকে যাচ্ছে। হোটেল মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন একটু স্বাভাবিক না হলে, পর্যটকদের অনুমতি দেওয়া হচ্ছে না হোটেলে আসার জন্য। প্রচন্ড ঠান্ডায় কাবু সিকিমের সাধারণ মানুষও, সেই কারণে পর্যটক আসলেও তাদের শারীরিক অবস্থা জেনে নেওয়ার জন্য ক্যাম্প তৈরি করেছে বেশ কিছু ডাক্তারদের সংগঠন। উত্তরের পাশাপাশি দক্ষিণ সিকিমের অবস্থা ও একই, তবে দক্ষিণ সিকিমে যেহেতু পর্যটক তুলনামূলকভাবে উত্তর সিকিমের তুলনায় কম সেই কারণে অত বাধ্যবাধকতা রাখেনি প্রশাসন। তবে সামনে পঁচিশে ডিসেম্বর এবং তারপরেই নতুন বছর পর্যটকদের ঢল নামতে পারে গোটা সিকিমেই, সেই কারণেই সিকিমে বেশ কিছু আগাম সতর্কতা নিতে যাচ্ছে সিকিম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *