বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অবরোধের জোরে বিপর্যস্ত গোটা কোচবিহার। ঘন্টার পর ঘন্টা স্টেশনের বাইরে এবং স্টেশনে আজকে আজ পড়ে গেছেন যাত্রীরা। এদের মধ্যে বয়স্ক এবং বাচ্চারা আছেন, তাই রেলই উদ্যোগ নিয়ে যাত্রীদের ফেরত যাওয়ার ব্যবস্থা করছে।
কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট এর সাহায্য নিয়ে আটকে পড়া যাত্রীদের, ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রেল। এরমধ্য বেশ কিছু যাত্রী আসাম বাইরের রাজ্যেরও আছেন। তাদের প্রত্যেককে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার ব্যবস্থা করছে রেল। শিলিগুড়ি পৌঁছে তারা কলকাতা ফিরে যাবেন। রেল দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আটকে পড়া যাত্রীরা যাতে খাবারের কারণে এবং অন্যান্য কারণে সমস্যার মধ্যে না পড়েন সেটাও দেখছে রেল। গত ২৪ ঘন্টায় কোচবিহারের রেল অবরোধের জোরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে রেলের। পৃথক রাজ্যের দাবিতে রেল অবরোধ করে ওটা কোচবিহারকে অচল করতে চাইছে কোচবিহার পিপলস ইউনিয়ন। আজকের বিকালের মধ্যে সমস্ত আটকে পড়া যাত্রীরা শিলিগুড়িতে ফিরে আসবেন এবং সেখান থেকেই তাদের ফিরিয়ে দেবে রেল।