বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশকে একদিন নতুন করে উপস্থিত করতে চাইছে পাকিস্তানের দুই মৌলবাদী সংগঠন। ইতিমধ্যে জাতীয় সংগীত ও জাতীয় কবিকে বাতিল করার দাবি উঠেছে। বাতিল হচ্ছে টাকার গায়ে মুজিবরের ছবি, বাতিল হয়েছে বাংলাদেশের জাতীয় শ্লোগান।
এবার দেশটার নামই পাল্টাতে চাইছে ওরা। হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে নির্মম অত্যাচারে শিকার হিন্দু সহ সংখ্য়ালঘুরা। ভারত তার প্রতিবাদ করতেই, শালীনতার সীমা ছাড়িয়ে বাংলাদেশি মৌলবাদী নেতারা কখনও কলকাতা, আগরতলা দখলের হুঁশিয়ারি দিচ্ছে, কখনও আবার বাংলা-বিহার-ওড়িশা দখলের হুমকি দিচ্ছে। কিন্তু ভারতের কোনও অংশ দখল করবে কি, তার আগে নিজের দেশের নাম বদলানো নিয়েই শুরু হয়েছে নিজেদের মধ্যে গন্ডগোল।
হাসিনার পতন ও ইউনুসের আগমনকে তারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলছেন। এবার নতুন বাংলাদেশের নাম বদল করতেই উদ্যত সে দেশের বিভিন্ন সংগঠনের নেতারা। কিন্তু তাতেও মতের মিল নেই। ইসলামি আন্দোলন বাংলাদেশের সদস্য আশরাফ আলি আকন্দ বলেন, “বাংলাদেশের নাম হবে ‘বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র’। এর সাপেক্ষে তাঁর যুক্তি, বাংলাদেশের নামে কল্যাণ থাকলে, কোনও ব্যক্তি নামটা দেখে আর অকল্যাণ করার চিন্তা করতে পারবে না। আবার অন্যদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই রাষ্ট্রের নাম হবে ‘গণতান্ত্রিক বাংলাদেশ’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। বাংলাদেশ থেকে প্রজাতন্ত্র শব্দটা তারা বাতিল করতে চাইছে। এখন আগে নিজেরা এই সমস্যার সমাধান করুক, পরে দেখা যাবে পরের পরিকল্পনা।