বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনের সময় উত্তীর্ণ হয়ে গেলেও নির্বাচন না করে প্রশাসক নিয়োগ করে কাজ চালানোর অভিযোগ বহু দিনের। কলেজ নির্বাচন, সমবায় নির্বাচন, পৌরসভা নির্বাচন – এমন বহু ক্ষেত্রেই এই অভিযোগ আছে।

 

পাহাড়ে তিনটি পৌরসভাতেও নির্বাচনের দিন অতিক্রম করেছে বহুদিন। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেখানে নির্বাচন করা হচ্ছে না। এই নিয়ে বিরোধীদের আক্রমনের উত্তরে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় বলেন, খুব তাড়াতাড়ি পাহাড়ের তিন পৌরসভার নির্বাচন করা হবে। প্রসঙ্গত,সাত বছর আগে পাহাড়ের তিন পুরসভায় নির্বাচন হয়েছিল। এখন ওই তিন পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সুতরাং সেখানে প্রশাসক দিয়ে কাজ চলছে। যে তিন পুরসভায় নির্বাচন এখনও হয়নি সেগুলি হচ্ছে— কার্শিয়াং, কালিম্পং, মিরিক। পুর পরিষেবা দিতে প্রশাসক বসিয়ে কাজ চলছে। তবে পাহাড়ে এই তিন পুরসভায় নির্বাচন হবে খুব শীঘ্রই। বিধানসভায় এমনই ইঙ্গিত দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

স্মরণীয় যে দার্জিলিং পৌরসভার মেয়াদ এখনও শেষ হয় নি। তাই সেখানে ভোট হবে আরও পরে।

সময়মতো নির্বাচন করা সরকারের দায়। কিন্তু নানা কারণে তা সব সময় করে ওঠা যায় না। একুশের বিধানসভা, বাইশের পুরসভা, তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভা নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার উপর যত উপনির্বাচন হয়েছে তাতে সবকটিতে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের নানা জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রভাব বৃদ্ধি হয়েছে। আর এবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ হাকিম পাহাড়ের তিন পুরসভার নির্বাচনের আশ্বাস দিলেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌দ্রুত পাহাড়ের তিনটি পুরসভায় নির্বাচন হবে। তাতে পাহাড়বাসী আরও ভাল করে পরিষেবা পাবেন।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *