বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এইবছর ডিসেম্বের শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ। পাশাপাশি জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থারও আসছে। বেঙ্গল সাফারি পার্কের খ্যাতি শুধু শিলিগুড়িতে নয় বাইরাও রয়েছে।শনিবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে আসবার পড়ে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
অন্যদিকে কিছুদিন আগেই বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দিয়েছিল। তিনটি শাবক বর্তমানে সুস্থ আছে বলে জানান বনমন্ত্রী। গত ১৯ আগস্ট তিনটি শাবকের জন্ম হয়েছে। তবে সংক্রমণের আশঙ্কার কারণেই এই পর্যন্ত শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছেনা। সিসিটিভি ক্যামেরার দ্বারা মা ও শাবকের উপর নজর রাখা হচ্ছে বেঙ্গল সাফারির আধিকারিক ও চিকিৎসকে মহলের পক্ষ থেকে। কিছুদিন আগে সাদা বাঘ কিকা দুইটি শাবকের জন্ম দেয়। যদিও দুঃখজনক ঘটনা দুটি শাবক মারা যায়।
সেই কারণেই বর্তমানে রিকার সন্তানদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে।