বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সকাল থেকেই ভারী বুটের শব্দ। শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ভোট ঘোষনা হয় নি তার এত আগে কেন সেনাবাহিনীর আগমন সেটা নিয়েই কথা উঠেছে। তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোট যাতে একেবারে শান্তিপূর্ন ভাবে হয় সেই কারনেই এই সিদ্ধান্ত।
সেনাবাহিনীর জওয়ানেরা বাড়িতে বাড়িতে গিয়ে জিঞ্জাসা করছেন কোন সমস্যা আছে কি না। তবে এত আগে কেন সেটা নিয়েই কথা উঠেছে বিভিন্ন জায়গা থেকে। শিলিগুড়ির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সেনাবাহিনীর জওয়ানেরা জিঞ্জাসা করছেন কোথাও কোনভাবে সমস্যা আছে কি না। নির্বাচন সামনে তাই একেবারেই ঝুকি নিতে নারাজ কমিশন। ভোট ঘোষনার দিনের আগে আগেই গুছিয়ে নিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কিছু কিছু এলাকার মানুষের সাথে কথা বলেই সেনাবাহিনীর জওয়ানেরা স্থির করতে চাইছেন নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে ঠিক কতটা সমস্যা দেখা দিতে পারে। তবে এত তাড়াতাড়ি তারা চলে আসায় একটু বিরক্ত বোধ করছেন সাধারন মানুষ। তাদের ভাষায় এত আগের থেকে কি দরকার ছিল আসার। ঘোষনাই হল না এত তাড়া ছিল কিসের তাদের।