বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীত আসা মানেই বাংলার বহু জায়গায় এসে উপস্থিত হয় পরিযায়ী পাখি। সাইবেড়িয়া, তিব্বত থেকে শুরু করে অস্ট্রিলিয়া – বিভিন্ন জায়গা থেকেই আসে এই পরিযায়ী পাখি। কিন্তু এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে চলেছে, অথচ সেভাবে পাখির দেখা নেই।
কয়েক বছর ধরে পরিযায়ী পাখিদের আসতে দেখা যায় ছাড়িগঙ্গা সংলগ্ন এলাকায়। সেই ছাড়িগঙ্গা ভরে গিয়েছে কচুরিপানায়। ফলে পর্যাপ্ত খাবার পেতে সমস্যা হচ্ছে পাখিদের। কচুরিপানার কারণে পাখি দেখাতে পর্যটকদের নিয়ে যেতে পারছেন না নৌকার মাঝিরাও। হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। শীতের শুরুতেই পূর্বস্থলীর চুপির চরে ভিড় করে লেসার হুইসলিং, ব্ল্যাক আইরিশ, লিটল গ্রিব-সহ বিভিন্ন প্রজাতির পাখি। পর্যটকদের কাছে যা বাড়তি পাওনা। কিন্তু কেন এই অবস্থা?
পরিবেশ দূষণ এর অন্যতম কারণ হলেও চুপির ক্ষেত্রে অতিরিক্ত কারণ কচুরি পানা।
এক পর্যটক বলেন, ‘আমি প্রতি বছরই পাখি দেখতেই আসি। কিন্তু এখানে এসে দেখছি ছাড়িগঙ্গায় প্রচুর কচুরিপানা। যাতায়াতের পক্ষে অসুবিধা হচ্ছে।’ বিষয়টি নিয়ে বনবিভাগের রেঞ্জ অফিসার (কাটোয়া) শিবপ্রসাদ সিনহা বলেন, ‘পাখি এখনও সে ভাবে আসেনি। চুপির জলাশয় যেটি ছাড়িগঙ্গার অন্তর্ভুক্ত, সেই জলাশয় পরিষ্কার না হলে পাখি কী করে আসবে? পাখি আসতে গেলে জলাশয় থেকে পানা সরাতে হবে।’ তিনি আরও জানান, কচুরি পানা পরিষ্কার করার জন্য চিঠি দেওয়া হয়েছে। আশাকরা যায় কচুরি পানা পরিষ্কার করা হবে।