বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গৌতম দেব ৪২ তম উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন করলেন।
এদের মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এমএমআইসি এবং কাউন্সিলরেরা। এদের মেয়র জানান শিলিগুড়ির বই মেলা এখনো সারা বাংলার বই মেলার মতো জায়গা করে নিয়েছে। আমাদের একটাই কাজ যতটা পারা যায় পাঠকের সংখ্যা বাড়ানো। আমি শিলিগুড়ির মানুষকে অনুরোধ করছি আপনারা তো সময় পান না। তাই পেলেও বই পড়ার সময় পাচ্ছেন না। ভাই আমার অনুরোধ আপনাদের কাছে বই পড়ুন। বই মানুষকে শিক্ষিত করে, মানুষকে অনেক কিছু দেখায় অনেক কিছু জানায়। তাই আমাদের সবার উচিত যতটা পারা যায় বই পড়ানো এবং বই কেনা। এদের মেয়রের সাথে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকেরা।