বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে বহু মানুষ সর্বস্ব খুইয়েছে। তা অবশ্য খবরের শিরোনামে আসে না। কিন্তু সর্বস্ব হারানো কোনো মানুষ যদি লটারির টিকিট কিনে কোটিপতি হয়ে ওঠে তা অবশ্যই একটা অফবিট নিউজ।
আমাদের আজকের সেই নিউজের কেন্দ্রীয় চরিত্র হরিয়ানার নিতান্ত এক দরিদ্র কলের মিস্ত্রি মঙ্গল। দুদিন আগেও কঠিন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। সেই মানুষটাই রাতারাতি কোটিপতি বনে গিয়েছেন। লটারিতে দেড় কোটি টাকা জিতেছেন সম্প্রতি। এই ঘটনায় খুশিতে মেতে উঠেছে গোটা গ্রাম। মঙ্গল বিবাহিত। পরিবার বলতে স্ত্রী ও এক কন্যা রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরেই ভাড়াবাড়িতে বাস করেন। বাড়ি করবেন পয়সা কোথায়!
কিন্তু বড়োলোক হওয়ার স্বপ্ন দেখতো নিয়মিত। আর তাই লটারির টিকিট কাটতো মাঝে মাঝেই। আশা ছিল, এক বার না এক বার মোটা অঙ্কের টাকা জিতবেন ঠিক। তবে আশা করলেই কি আর তা বাস্তবে পরিণত হয়? অন্যদের জীবনে স্বপ্ন সত্যি না হলেও মঙ্গলের ক্ষেত্রে হয়েছে। বুধবার সন্ধ্যায় লটারির টিকিট মেলাতে গিয়ে চোখ ধাঁধিয়ে যায় তাঁর। যা দেখছিলেন তাঁকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। বার কয়েক টিকিটের নম্বর মিলিয়ে দেখার পর নিশ্চিত হন, প্রথম পুরস্কার দেড় কোটি টাকা জিতেছেন তিনি। সবাই খুশি।