বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গাজায় ৪৪ হাজার মানুষকে হত্যা করেও থামছে না ইসরাইল। তারা এবার নয়া প্রযুক্তির নিয়ে নতুন করে শুরু করেছে হত্যা লীলা।
গাজায় এবার এমনই ড্রোন ব্যবহার করছে ইজরায়েল! যার থেকে এই ধরনের শব্দ বেরিয়ে আসে। যা শুনে ক্যাম্প বা শরণার্থী শিবির থেকে বেরিয়ে এলেই নেমে আসবে ‘মৃত্যুবাণ’। এক বছর পেরিয়ে গেলেও গাজায় থামেনি রক্তক্ষয়ী যুদ্ধ। হামাস নিধনে হামলা জারি রেখেছে ইজরায়েল। গাজায় মৃতের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৪৪ হাজার। বলি নিষ্পাপ শিশুরাও। ইসরাইল কোনো যুদ্ধ নীতি মানে না। তাদের লক্ষ্য শুধুই ফিলিস্তানি হত্যা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবার গাজায় বিশেষ ধরনের ড্রোন ব্যবহার করছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই ড্রোনগুলোই এখন ঘুরে বেরাচ্ছে শরণার্থী শিবির বা প্যালেস্তিনীয়দের বাড়ির সামনে। ভেসে আসছে মহিলার আওয়াজ কিংবা শিশুর কান্না। জানা গিয়েছে, ওই ড্রোনগুলো মূলত ‘কোয়াডকপ্টার’। রিমোট দ্বারা পরিচালিত। যে আওয়াজ শুনে অনেকেই বাইরে ছুটে আসছেন। আর ঠিক তখনই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। বিশ্বের বহু মানবাধিকার সংগঠন এর তীব্র বিরোধিতা করেছে।