বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ হাসিনের সঙ্গে ভারত সরকারের চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশে পাঠালো আস্ত একটা মালগাড়ি। যখন বাংলাদেশে চলেছে চরম ভারত বিরোধিতা ও হিন্দুদের উপর অত্যাচার তখন কিন্তু ভারত পূর্ব শর্ত অনুযায়ী বাংলাদেশে পাঠালো নতুন একটা মালগাড়ি।
শুধুমাত্র ট্রেন নয়, ভারত থেকে আরও অনেক জিনিসই আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। আলু, ডিম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস যায় প্রতিবেশী দেশে। পাঠানো হয় ফল, দুগ্ধজাত দ্রব্যও। ভারত এখনও মনে করে পাকিস্তানের উস্কানিতে ওপারের কিছু মানুষ হয়তো ধর্মান্ধ। কিন্তু অধিকাংশ মানুষ ভারত ও হিন্দুদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়।
বৃহস্পতিবার সকালে দুই দেশের রেলের আধিকারিকরা পতাকা নেড়ে ভারত থেকে ওই মালগাড়িটি বাংলাদেশে ঢোকায়। ৭০ থেকে ৮০টি বগি রয়েছে ওই মালগাড়িতে। সূত্রের খবর, ভারতের সঙ্গে বৈদেশিক চুক্তি ছিল বাংলাদেশের। সেই চুক্তি অনুযায়ী ভারতের তৈরি মালগাড়ি ট্রেন পেল ইউনূস প্রশাসন। ভারত বাংলাদেশকে আরও মালগাড়ি রফতানি করবে বলে জানা গিয়েছে। এদিকে ওই দেশের এক মন্ত্রী ইতিমধ্যে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের চুক্তি প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। সব কিছুর পরেও বৃহস্পতিবার সাত সকালেই গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছে গেল আস্ত ট্রেন।