বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কর্মসংস্থান নেই উত্তরবঙ্গে । তাই উত্তরের বেকার যুবক-যুবতীদের জন্য উত্তরবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হোম ট্যুরিজমকে পাখির চোখ করতে চলেছে রাজ্য সরকার।
সেই লক্ষ্য পূরণে আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে হোম–স্টে’র সাফল্য তুলে ধরা হবে দেশ–বিদেশের শিল্পপতিদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাহাড় এবং ডুয়ার্সে হোম–স্টে’র প্রসার ঘটাতে এবং সেগুলির পরিকাঠামো উন্নয়নে এক গুচ্ছ পদক্ষেপ করতে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। পাহাড়ি হোম–স্টেগুলিতে ঠিকঠাক পরিকাঠামো রয়েছে কি না এবং পর্যটকরা ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন কি না, তার খোঁজখবর নিতে খুব শীঘ্রই সমীক্ষার কাজ শুরু হবে। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে হোম–স্টেগুলিকে ঢেলে সাজা হবে।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাক–প্রস্তুতিতে শুক্রবার কলকাতার সৌজন্য অতিথিশালায় শিল্পকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী জানান, বাংলার হোম–স্টে গোটা দেশে ‘রোল মডেল’ হয়ে উঠেছে। প্রচুর মানুষের কর্মসংস্থানও হয়েছে। সেখানে স্থানীয়রাই কাজ করছেন। পর্যটকদের কাছেও হোম–স্টেগুলি ভীষণ জনপ্রিয় হয়ে উঠছে। অনেক বেকার যুবক যুবতী আছেন বাইরে যেতে খুব একটা উৎসাহী নন তাদের জন্যই উত্তরবঙ্গে হোম স্টে তে কর্মসংস্থান বাজার হতে চাইছে রাজ্য সরকার।