বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দক্ষিন দমদম পুরসভার ২৭নং ওয়ার্ডের সভাপতি বাসুদেব পোদ্দারকে শ্লীলতাহানি অভিযোগে আটক করল লেকটাউন থানার পুলিশ।
শনিবার দুপুরে ২৭ নম্বর ওয়ার্ডের দমদম পার্ক অঞ্চলের বাসিন্দা এক মহিলা লেকটাউন থানায় এসে অভিযোগ জানান যে ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাসুদেব পোদ্দার তার শ্লীলতাহানি করেন। এরপরেই লেকটাউন থানার পুলিশ ওই তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। ইতিমধ্যেই মহিলার বয়ান নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। পাশাপাশি বাসুদেব পোদ্দারকেও আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।