বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো পর্যটক বোঝাই একটি বাস। আনুমানিক চারজন খাদে পড়ে গিয়ে নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তারা সকলেই পর্যটক কিনা এখনো তা জানা যায়নি।

 

মনা মনে করা হচ্ছে তারা সকলেই দক্ষিণবঙ্গের বাসিন্দা। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রং রংপোতে খাদে পড়ে যায় এই বাসটি। খুব সম্ভবত গাড়ির ভারসাম্য অন্যদিকে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। আনুমানিক ১৮ থেকে ২০ জন অথবা মনে করা হচ্ছে তার থেকেও বেশি এই ঘটনায় আহত হয়েছেন। স্থানীয় মানুষ এবং সেনাবাহিনী আহতদের উদ্ধার করার চেষ্টা করছে, তবে ঠান্ডা থাকায় এবং কিছুটা অন্ধকার হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই ঘটনা খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পরে সিকিম থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত পর্যটক বোঝায় বাসকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয়। উদ্ধারকারী দল বিভিন্নভাবে চেষ্টা করছে আহতদের উদ্ধার করার। আওতাদের সব একে একে নিয়ে আসা হচ্ছে সিকিমের বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্স, তাতে করেও নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। এখনো পর্যন্ত ঠিক অনুমান করা যায়নি , বাসে ঠিক কতজন যাত্রী ছিল। তবে মনে করা হচ্ছে ৭০ থেকে ৮০ জনের মতন যাত্রী ছিল ঐ বাসটিতে। বাসের ড্রাইভার এবং কন্টাকটার এর খবর শেষ খাবার পাওয়া পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনা শোনার পর এদিন, শিলিগুড়ি থেকে সিকিমগামী বাসের পর্যটকদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বাস থেকে নেমে শিলিগুড়ির হোটেলে চলে যান। এই ঘটনাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিলিগুড়ি বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃত্ব রাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *