বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নারী সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশ করেছেন ” অপরাজিতা বিল ” আর এই বিল নানান টালবাহনায় পাস করছে না কেন্দ্রীয় সরকার। তাই আজ গোটা বাংলা জুড়ে প্রদর্শন মহিলা তৃণমূল কংগ্রেস।
আজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন নানান টালবাহনায়, কেন্দ্রীয় সরকার পিছিয়ে দিচ্ছে অপরাজিতা বিল কে পাস করা। যারা সারা রাজ্যজুড়ে মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আজ তারাই এই বিল পাস করতে গরি মাসি করছেন। তাই আজ সারা বাংলার সাথে সাথে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস ও বিক্ষোভ প্রদর্শন করল। যাতে অবিলম্বে এই অপরাজিতা বিল পাস করা যায়। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন পিছিয়ে দিচ্ছে ” অপরাজিতা বিল ” পাস করার সময়। আবার অন্যদিকে সারারাত্যে এমনকি সারা দেশেও মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের কারণে বিক্ষোভ প্রদর্শন করছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল ” অপরাজিতা ” কে পাস করার জন্য নিজেও যথেষ্ট চিন্তা করে এগিয়েছেন। কেন্দ্রীয় সরকার সেটা বুঝতে পেরে দিনের পর দিন পিছিয়ে চলেছে এই অপরাজিতা বিল পাস করার দিন। আজকের দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এর বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছে, আমাদের দাবি যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব হয় এই অপরাজিতা বিল পাস করা হোক। এই বিল পাস করা গেলে সারা ভারতে মহিলাদের সুরক্ষা অনেকটাই বেরিয়ে যাবে। বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি আরো জানালেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে যাতে আরজি করার মতো ঘটনা আর ভবিষ্যতে কোন অসহায় বোনের সাথে না ঘটে। তার জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে থাকতে হবে সচেতন হয়ে বাঁচতে হবে। আমি নিজে একজন মহিলা হয়ে বুঝি মহিলাদের সুরক্ষা ঠিক দরকার কতখানি, তাই আজকে অন্যদের সাথে আমারও দাবি যত শীঘ্র পারা যায় এই অপরাজিতা বিল কে পাস করা হোক। যাতে মহিলারা রাস্তাঘাটে বের হয়ে নিজেদের নিরাপদ ভাবতে পারেন। কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে না এই বিল পাস করতে, তাই দিনের পর দিন টালবাহানা দেখিয়ে চলেছে। সারা বাংলার একটাই দাবি অপরাজিতা বিল পাস করা হোক। জানালেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুস্মিতা বোস মৈত্র। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সকল মহিলা তৃণমূল কংগ্রেস সমর্থকেরা।