বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ এখন একটা বিরাট সমস্যা ভারতের কাছে। ওই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত।
সেই পরিস্থিতিতেই কলকাতা পুলিশ অভিযান চালিয়ে এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করেছে। পার্ক স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে খবর আসে,মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কর্মরত আছে। এর পর সেই হোটেলে অভিযান চালিয়ে সেলিম মাতুব্বর নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। থানায় নিয়ে এসে যাবতীয় নথি যাচাই করে তদন্তকারীরা বুঝতে পারেন তার সবগুলিই ভুয়ো। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছেন তদন্তকারীরা। এ ছাড়াও একাধিক জাল নথির মধ্যে ছিল আধার কার্ড। প্রশ্ন উঠেছে কোনো নথি যাচাই না করে কি করে তাকে কাজে নিয়োগ করা হলো!
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা। ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। এর পর কাজ নেয় মধ্য কলকাতার ওই হোটেলে। কেন নথি যাচাই না করে বাংলাদেশি যুবককে কাজে নিয়োগ করা হল তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে শনিবার তাকে আদালতে পেশ করা হবে। ভারতে অনুপ্রেবেশের পিছনে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা পুলিশ তদন্ত করে দেখছে।