বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চিন্ময় মহারাজকে গ্রেফতারের পরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা শুধুই উদ্বিগ্ন নয়, তাদের উপর নেমে আসছে নানা ধরনের আক্রমন। এর প্রতিবাদে সরব বিশ্বের বিভিন্ন প্তান্তের হিন্দুরা।
সেই বিষয় নিয়েই শুক্রবার যথেষ্ট কড়া বার্তা শোনা গেলো ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কন্ঠে। তিনি বলেন, দীর্ঘদিন এই ব্যবস্থা চলতে পারে না। “বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিক বাংলাদেশের সরকার”। তিনি আরও বলেন, আরও বলেন, “আশা করি চিন্ময় কৃষ্ণ দাস সুবিচার পাবেন। বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের কড়া নিন্দা জানিয়েছে ভারত।” সঙ্গে তিনি এও বলেন,’বাংলাদেশে বেড়ে চলেছে সংখ্যালঘু নিপীড়ন।’ স্বাভাবিক কারণেই ভারতের এই প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত তারা এই নিয়ে বিশেষ কিছু বলে নি।
ভারতের বিদেশ মন্ত্রক মনে করে, বাংলাদেশে মৌলবাদীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। যারা ক্রমাগত ভারত বিরোধী ও হিন্দু বিরোধী শ্লোগান দিয়ে চলেছে। তিনি আরও বলেন, “বাংলাদেশে ঘটে চলা একের পর এক ঘটনাকে নিছকই অতিরঞ্জিত ঘটনা বলে উড়িয়ে দিলে চলবে না। বাংলাদেশে উগ্রপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে আমরা উদ্বিগ্ন।” এর আগে মহম্মদ ইউনুস বলেছিলেন, বাংলাদেশ নিয়ে যা প্রচার হচ্ছে, তা অতিরঞ্জিত।