বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আমেরিকার পরে এবার ব্রিটেন থেকে প্রতিবাদ হলো বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় নিন্দার ঝড় ব্রিটেনের সংসদে।
ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান এদিন সংসদে এনিয়ে সরব হন। তিনি বিষয়টি উত্থাপন করতেই বাংলাদেশ নিয়ে আলোচনা শুরু হয় যুক্তরাজ্যের সংসদে। স্বাভাবিক কারণেই চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের উপর। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ব্রিটেনের সংসদে নিন্দার ঝড়। সংখ্যালঘুদের উপর এহেন নির্যাতন একেবারেই গ্রহণযোগ্য নয় বলে সওয়াল করেন সাংসদ। তিনি মনে করেন, বাংলাদেশ নেই ধর্ম নিরপেক্ষতা, নেই যথার্থ গণতন্ত্র।
পরিস্থিতির উপর কড়া নজর রাখার কথা বলেন তিনি। বাংলাদেশে সংখ্যালঘুরা জীবন-মরণের লড়াই লড়ছেন বলে উল্লেখ করেন বব। হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলার বিষয়টিও সংসদে উত্থাপন করেন বব ব্ল্যাকম্যান। হ্যারো ইস্ট আসনের সাংসদ ব্ল্যাকম্যান। সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, “ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের এলস্ট্রিতে ভক্তিবেদান্ত মন্দির রয়েছে ইসকনের (ISKCON)। এদেশে ওটিই সবচেয়ে বড় হিন্দু মন্দির। বাংলাদেশে সেই ইসকনের সন্ন্যাসীকেই গ্রেফতার করা হয়েছে।” তিনি মনে করেন, ধৰ্মীয় স্বাধীনতা নেই বাংলাদেশে এটা কোনো স্বাধীন রাষ্ট্রের নীতি হতে পারে না।