বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেছেন যে মানুষের উপর করের অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। অথচ কলকাতা কর্পোরেশনের অবস্থা ‘ভাড়ে মা ভাবনী’। এই অবস্থায় বিকল্প আয়ের পথে মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা কর্পোরেশন সূত্রে জামা যাচ্ছে, এই অবস্থায় পুর–আয় বাড়াতে অফিসারদের বিকল্প উপায় খুঁজতে বললেন মেয়র ফিরহাদ (ববি) হাকিম। পুরসভা সূত্রে খবর, দিন কয়েক আগে অফিসারদের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন তিনি। এ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েই দিয়েছেন যে, মানুষের উপর নতুন ট্যাক্সের বোঝা চাপাতে তিনি রাজি নন। এই অবস্থায় ট্যাক্স না–বাড়িয়ে কী ভাবে পুরসভার আয় বাড়বে, সে রাস্তা বের করতে হন্যে অফিসাররা।
এ প্রসঙ্গে মঙ্গলবার ফিরহাদ বলেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রী মানুষের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপানোর বিরোধী। ট্যাক্স না বাড়িয়ে আয় বাড়ানোর আরও অনেক বিকল্প রাস্তা আছে। সেগুলো অফিসারদের খুঁজে বের করতে বলেছি।” প্রশ্ন উঠেছে, এই বিশাল মূল্য বৃদ্ধির বাজারে কিছু ট্যাক্স বাড়িয়ে সমস্যার কিছু সমাধান তো করাই যায়! নাগরিক মহল বলছে, ভোট যে বড়ো বালাই। সূত্রের খবর, আয় বাড়াতে সম্পত্তি করের পুনর্বিন্যাসের জন্য দু’বছর আগেই নবান্নে প্রস্তাব পাঠিয়েছিল পুরসভা। সেই প্রস্তাব এখনও ঝুলে রয়েছে। ফলে অনেক চেষ্টা করেও সম্পত্তি কর আদায় বাড়ছে না। এই পরিস্থিতিতে ট্যাক্স বাড়াতে দিশেহারা কর্পোরেশন। তবে আধিকারিকরা বলছেন, তাদের একাধিক প্রস্তাব আছে। তবে মেয়েরের অনুমোদনের উপর তা নির্ভর করছে।