বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পরেই তিনি ভারতে কোনো গোপন জায়গায় আশ্রয় নিয়েছেন। তাঁর ক্যাবিনেটের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমনের তীব্র প্রতিবাদ করেছিলেন। বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা প্রতিবাদে মুখ খোলেন।
শুরুতেই চট্টগ্রামে মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করেছেন হাসিনা। তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি বলেন বাংলাদেশে এক নৈরাজ্যের জগৎ চলেছে। সংখ্যালঘু হিন্দুদের কোনো নিরাপত্তা নেই।
তিনি তাঁর বিবৃতিতে স্পষ্ট বলেছেন, ইউনূস সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ। মূল্যবৃদ্ধি থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি, সবকিছুর জন্যই ইউনূস সরকারকে দায়ী করেছেন তিনি। আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার সেই বিবৃতি। এই প্রসঙ্গে মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন তিনি, পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।”