বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর মাঝে মাঝেই নানা কারণে বিতর্কিত মন্তব্য করে বসেন। সেই নিয়ে দলকে খুবই অস্বস্তিতে পড়তে। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ করা হয়। শুক্রবার সেই চিঠির উত্তর দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হুমায়ুন কবীর নাম না করেও প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে টার্গেট করেছেন তা সহজেই বোঝা যায়। তিনি বলেন, তাকে যদি শোকজ করা হয় তাহলে তৃনাঙ্কুর প্রসঙ্গে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হবে না?
তিনি অভিযোগের সুরে বলেন গ্রামের বিধায়করা দলের মধ্যে বঞ্চিত। উত্তরবঙ্গের অন্যান্য জেলা থেকে অনেক মন্ত্রী আছে। কিন্তু মুর্শিদাবার ২৩ জন মন্ত্রী দেওয়ার পরেও বঞ্চিত। প্রয়োজন হলে সবাইকে তিনি আন্দোলনের হুমকি দেন। তিনি বলেন, তাকে যে খুন করতে আসবে সে অত সহজে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। এখন দেখার হুমায়ুনের উত্তর পেয়ে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি কি করেন!!