বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাঙালিদের বুদ্ধি ও কর্ম তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর ক্যাবিনের এবার বাঙালি জয় ভট্টাচার্য। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ (NIH)-এর ডিরেক্টর পদ দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত ডঃ জয় ভট্টাচার্যকে।

 

গত ২৬ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ক্যাবিনেটে অন্তর্ভুক্তির পাশাপাশি এই বাঙালির ভূয়সী প্রশংসা করেন হবু মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পের তাঁর বিবৃতিতে জানান, ‘ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে হেলথ পলিসি নিয়ে পড়ান জয়। ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিকস রিসার্চের রিসার্চ অ্যাসোসিয়েট তিনি। এছাড়া স্ট্যানফোর্ড ইনস্টিটিউট ফর ইকোনমিক পলিসি রিসার্চ, স্ট্যানফোর্জ ফ্রিম্যান স্পগলি ইনস্টিটিউট এবং হুভার ইনস্টিটিউটে তিনি সিনিয়র ফেলো। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমডি এবং পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর কাছে।’ বাঙালি হিসাবে এটা যথেষ্ট গৌড়বের। তিনি এর পরেই একাধিক প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।

আমেরিকার স্বাস্থ্য বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হতে চলেছে জয়কে। ট্রাম্প জানিয়েছেন, রবার্ট এফ কেনেডির সঙ্গে মিলে এখন থেকে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব সামলাবেন জয় ভট্টাচার্য। আসলে রবার্ট কেনেডি জুনিয়রকে আমেরিকার স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পর জুনিয়র কেনেডির সঙ্গে দেখা করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন জয়। তাঁকে নিজের পরিকল্পনার কথা জানান। উল্লেখ্য, জয় ভট্টাচার্যের জন্ম ১৯৬৮ সালে কলকাতায়। ১৯৯৭ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে তিনি ‘ডক্টর অফ মেডিসিন’ ডিগ্রি পান। তার আগে ১৯৯০ সালে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *