বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হাসিনা সরকারের পতনের পরেই বোঝে গিয়েছিলে যে এবার পাকিস্তান ধীরে ধীরে চলে যাচ্ছে পাকিস্তানের জামাত গোষ্ঠীর হাতে। বাস্তবেও তাই হচ্ছে। ইউনুস সরকারের পতনের পরে বাংলাদেশে এখন প্রবল ভারত বিরোধী, হিন্দু বিরোধী আন্দোলন শুরু হয়েছে।
ইসকনের (ISCON) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের ঘটনায় আজও উত্তাল বাংলাদেশ। সকাল থেকে বিভিন্ন জায়গায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সংখালঘুরা হিন্দুরা। তবে মঙ্গলবার গোটা রাত ধরে ও বুধবার সে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভেঙে দেওয়া হয়েছে হাজারি গলির কালী মন্দির, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের অন্যতম বড় মনসা মন্দিরে। স্বাভাবিক কারণেই উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। কিন্তু নির্বিকার ইউনুস সরকার।
এদিকে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষকে না ছাড়া হলে আন্দোলন আরও তীব্র হবে বলে দাবি সে দেশে ববাসকারী সংখ্যালঘুদের। এমনকি আন্দোলনই পথ বলে হুঁশিয়ারি দিয়েছে সে দেশের একাধিক হিন্দু সংগঠনও। ফলে আন্দোলন-বিক্ষোভ আরও তীব্র যে বাংলাদেশে হতে চলেছে তা স্পষ্ট। শুধু ভারত বা পশ্চিবঙ্গে নয় বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমনের প্রতিবাদে আমেরিকায় পথে নেমেছে বহু মানুষ। এদিকে খবর, ইসকনকে নিষিদ্ধ সংগঠন ঘোষণার কথা ভাবছে বাংলাদেশের প্রশাসন।