বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মতলা বাস ডিপোতে ছেয়ে গিয়েছিল STF আধিকারিকরা। প্রথমে কেউ কিছু বুঝতে না পারলেও পরে উত্তরবঙ্গ থেকে একটি বাস ধর্মতলা ট্রাম ডিপোতে ঢোকার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন ওই আধিকারিকরা।
চলে ম্যারাথন তল্লাশি। সন্দেহজনক এক ব্যক্তিকে তারা ধরেন। তার কাছে থাকা একটি ব্যাগেও চালানো হয় তল্লাশি। এরপরই আধিকারিকদের হাতে আসে পাঁচশো টাকার বান্ডিল-বান্ডিল জাল নোট। আটক হওয়া ব্যক্তিকে ওখানেই পুলিশ পাহারায় বসিয়ে রাখা হয়েছে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তি মালদহ থেকে বাসে উঠেছিলেন। ব্যক্তির নাম মনোয়ার শেখ। মালদহের কালিয়াচকে বাড়ি। প্রায় তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর। এলাকায় বেশ ভিড় জমে যায়। পুলিশকে ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয়।
সূত্রের খবর, STF এর কাছে আগেই খবর ছিল উত্তরবঙ্গ থেকে এক জাল নোটের কারবারি কলকাতায় আসছে বাসে করে। সেই মতো তারাও প্রস্তুত ছিল। ইতিমধ্যে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তারা জানার চেষ্টা করছে কার থেকে ওই টাকা নিয়ে তিনি কাকে দিতে যাচ্ছিলেন।