বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ২০২৫ হতে চলেছে বিশ্ব বাণিজ্য বঙ্গ-সম্মেলন। আর ঠিক তার আগে শুক্রবার নভেম্বরের শেষ সপ্তাহে আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আধিকারিকরা ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে এই বৈঠক শুরু হবে বলে সূত্রের খবর। এই বৈঠকে একাধিক শিল্পপতি-সহ সমাজের নানান বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশ্বাস এবার প্রচুর বিনিয়োগ আসতে চলেছে।

বাংলাকে বিভিন্ন শিল্পপতিদের সামনে আরও কীভাবে বিনিয়োগ যোগ্য করে তোলা যায়, তা নিয়েই বিস্তারিত আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে বাণিজ্য সম্মেলন হওয়ার পর থেকেই বিনিয়োগের সম্ভাবনা অনেকটাই বেড়েছে। সেই দিক থেকে শুক্রবারের আলোচনা খুবি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বাংলার বাণিজ্য মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *