বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার। মানুষের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু উচ্চবর্ণ দ্বারা দলিতদের উপর আক্রমন বেড়েই চলেছে। ক্ষেতে জল দেওয়া নিয়ে দ্বন্দ্ব থেকে বচসার সূত্রপাত।
এর পর দলিত যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল খোদ গ্রামের সরপঞ্চ এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনার সাক্ষী হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি গ্রাম। নৃশংস খুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়া। যদিও অভিযুক্তরা এখনও অধরা বলেই জানা গিয়েছে। অভিযুক্ত সরপঞ্চ পদম সিং ঢাকড়। খুন হয়েছেন গোয়ালিওরের বাসিন্দা ২৮ বছরের নারদ যাদব। তিনি ইন্দ্রগড়ে কাকার বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার, ২৬ নভেম্বর ক্ষেতে জল দিচ্ছিলেন তিনি। আর তখনই সদলবলে এসে ঝাঁপিয়ে পরে তার উপর। লাঠি ও বাঁশ দিয়ে ক্রমাগত মারা হয় তাকে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শিবপুরী মেডিক্যাল কলেজে ভর্তি করে পরিবার। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবকের।
প্রশ্ন উঠেছে কেন বার বার করে বিজেপি শাসিত রাজ্যে নিগৃহীত হচ্ছে নিম্ন বর্গের মানুষ? এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। মোট আট জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। পুলিশ আধিকারিক সঞ্জীব মুলে জানিয়েছেন, একটি সাধারণ নলকূপ থেকে জল তোলা নিয়ে দু’পক্ষের বচসা হয়েছিল। তাতে এক দলিত যুবকের মৃত্যু হয়েছে।