বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে হঠাৎ ঢুকে পড়েছে ব্রিটেন – অন্তত রাশিয়ার তাই অভিযোগ। ফলে এক নতুন আন্তর্জাতিক পরিস্থিতি তৈরী হয়েছে।

 

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুপ্তচরবৃত্তি-সহ রাশিয়ার বিরুদ্ধে একাধিক কর্মকাণ্ডে অভিযুক্ত ওই কূটনীতিক। তবে সে সব তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে রাশিয়ায় রাষ্ট্রদূত হয়ে এসেছিলেন ওই আধিকারিক। জেনে বুঝে তথ্য গোপন করে দেশে ঢোকা রাশিয়ার আইনে অপরাধ। যার জেরেই এই পদক্ষেপ। তবে এই বিষয়ে ব্রিটিশ বিদেশমন্ত্রকের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। পরিস্থিতির উপর নজর রেখেছে আন্তর্জাতিক মহল।

এই রাষ্ট্রদূতের বিরুদ্ধে আগেও পুতিন সরকারের একাধিক অভিযোগ ছিল। গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মস্কো। রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিসের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। শুধু তাই নয়, রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখরোবা জানান, অভিযুক্ত ওই কূটনীতিককে জিজ্ঞাসাবাদের জন্যও তলব করা হয়েছে। এখন দেখার এই বিষয়ে ব্রিটেন কোন পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *