বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  উত্তর-পশ্চিম পাকিস্তানে বিশেষকরে আফগানিস্তান সংলগ্ন পাকিস্তান বহুদিন ধরেই আশান্ত। ওখানে ইসলাম ধর্মের দুই শাখা – শিয়া ও সুন্নির মধ্যে মাঝে মাঝেই সংঘাত বেধে যায়।

 

তাই শুরু হয়েছে আবার নতুন করে। শিয়া ও সুন্নি সংঘাতে ফের উত্তপ্ত পাকিস্তান। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের দাবি, উত্তর পশ্চিম পাকিস্তানে নতুন করে সংঘর্ষে প্রাণ গিয়েছে ৩২ জনের। প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন কমপক্ষে ৩০০ পরিবার। গত কয়েক মাসে একাধিকবার সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে সেখানে। সংঘর্ষের সূত্রপাত খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa)। জমি নিয়ে শিয়া-সুন্নি দুই পক্ষের বিরোধিতা ক্রমশ সংঘর্ষের আকার নেয়। গত জুলাই থেকে একাধিকবার সংঘর্ষ হয়। শুধু গত এক মাসেই মারা গিয়েছেন প্রায় ১৫০ জন। চারিদিকে ত্রাসের পরিবেশ। মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

কয়েকদিন আগেই একটি গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে শিশু ও মহিলা সহ মোট ৪২ জনকে হত্যা করা হয়। কুররাম জেলার (Kurram District) এক শীর্ষ আধিকারিক জানান,”নিরাপত্তার সন্ধানে ঘরবাড়ি ছেড়ে হাঙ্গু ও পেশওয়ারে গিয়ে আশ্রয় নিয়েছে প্রায় ৩০০টি পরিবার। এখনও ঘর ছাড়া পরিকল্পনায় রয়েছে একাধিক পরিবার।” শনিবারের সংঘর্ষে ১৪ জন সুন্নি ও ১৮ জন শিয়া মুসলিম মারা গিয়েছেন। এখনও পর্যন্ত একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে। পুলিশ কিছুতেই তা নিয়ন্ত্রনে আনতে পারছে না। এদিকে অনেকে মনে করছেন যে এর পিছনে আফগানিস্তানের হাত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *