বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এখন বিশ্ব শুধু ভৌগোলিক সীমানায় আবাদ্ধ কিছু দেশের সমাহার নয়। এখন বিশ্বের মানুষের মধ্যে তৈরী হয়েছে একটা আন্তর্জাতিকতাবোধ। সেই কারণেই বাংলাদেশ ও কানাডায় হিন্দুদের উপর অত্যাচারে পথে নামলেন আমেরিকার কয়েক হাজার মানুষ।
প্রশান্ত মহাসাগরের পাড়ে সিলিকন ভ্যালিতে প্রতিবাদ মিছিল হিন্দুদের। কানাডা ও বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সুর চড়ালেন হিন্দুরা। এদিন মিলপিটাস শহরের সভাগৃহে জমায়েত হন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা। হিন্দুবাদী সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন সেখানে। কানাডা ও বাংলাদেশ হিন্দুদের কীভাবে নির্যাতন করা হচ্ছে তা নিয়ে বক্তব্য রাখেন তাঁরা। হিন্দুদের মারধর, বাড়িঘর-দোকান পুড়িয়ে দেওয়ার চরম নিন্দা করে সংগঠনগুলি। আন্দোলনকারীদের প্রধান দাবি ওই দুই দেশে হিন্দুদের মানবাধিকার নষ্ট হচ্ছে। তাই তারা বিশ্বের দরবারে তাদের প্রতিবাদ পৌঁছে দিতে চায়।
কানাডা ও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগে সরব হন তাঁরা। সিলিকন ভ্যালির উপসাগর সংলগ্ন এলাকায় প্রায় ২ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বসবাস করেন। কানাডার ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা নিয়ে মিছিল থেকে সুর চড়ান প্রতিবাদীরা। মিছিল থেকে স্লোগানও দেন তাঁরা। খলিস্তানি সন্ত্রাসবাদ বন্ধ করে কানাডার হিন্দুদের সুরক্ষার দাবি তোলা হয়। তারা স্পষ্ট জানান যে এই দুই দেশেই হিন্দুরা মানবাধিকার পাচ্ছে না – যা আধুনিক গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।এনিয়ে একটি প্রেস রিলিজও বের করে প্রতিবাদী হিন্দু সংগঠনগুলি। সেখানে তাঁরা বলেন, “মন্দিরে খলিস্তানি জঙ্গিদের হামলার ভিডিয়ো আমরা দেখেছি। মন্দিরে সটান ঢুকে নারী-পুরুষ এমনকি শিশুদের নির্বিশেষে মারধর করা হয়। দীপাবলির উৎসবে সামিল হওয়া নিরীহদের উপর এরকম হামলা সত্যিই ভয়ানক।” তারা জানান, একইভাবে বাংলাদেশে হিন্দুদের ধর্ম অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এটা দ্রুত বন্ধ করতে হবে।