বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কাঁথিতে বিজেপির যোগ্য প্রার্থী হয়েছে। শুভেন্দু অধিকারী যেদিন বিজেপিতে যোগদান করেন সেদিনই সবার বুঝে নেওয়া দরকার ছিল এই পরিবার মোদীর সঙ্গে চলে গিয়েছে। নিজের ছেলে সৌমেন্দু অধিকারীর কাঁথি থেকে প্রার্থী হওয়া নিয়ে এমনটাই মন্তব্য করলেন কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী।
বিজেপির সঙ্গেই যে তিনি রয়েছেন, তা নিয়ে জল্পনার অবসান হয়েছে। তবে শুধু তিনি নিজে নয় তাঁর পুরো পরিবারও যে মোদীর সঙ্গেই আছে সেটাও স্পষ্ট করেছেন শিশির অধিকারী। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন, অমিত শাহের মিটিং-এ গিয়েছেন। তাঁর ৬০-৬২ বছরের রাজনৈতিক জীবন। কে তাঁকে যোগদান করাবে, প্রশ্ন করেছেন শিশির অধিকারী। তিনি বলেছেন, তিনি আছেন নরেন্দ্র মোদী-অমিত শাহের সঙ্গে।
কে তাঁকে যোগদান করাবে? তাঁর হাঁটুর বয়সী আঙ্গুলের বয়সী লোকগুলো আমাকে কি যোগদান করাবে নাকি? যেদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গিয়েছেন, সেদিন থেকেই বুঝে যাওয়া দরকার ছিল এই পরিবার মোদীর সঙ্গে চলে গিয়েছে। মিছি মিছি মিথ্যে মামলা, কলকাতার হাটুর বয়সী লোকগুলো দু’আনা একআনা এক-দু পয়সার হাঁটুর বয়সী লোকগুলোকে নিয়ে এসে মাইক লাগিয়ে বাপ বাপান্ত করা হয়েছে।
গত নির্বাচনে তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চেয়েছেন এবার নির্বাচনে ছোট ছেলে সৌমেন্দু অধিকারী প্রার্থী বিজেপির হয়ে কী ভাবে ভোট চাইবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, গতবারে তৃণমূলের অফিসিয়াল লোকজন তাঁকে ভোট দেয়নি। সিম্বলটা ভাড়া দিয়েছিল। শেষ বেলায় গলাধাক্কা মেরে বার করার অনেক চেষ্টা করেছিল, পারেনি। বিষয়টি এখন স্পিকারের কাছে। তাঁর দণ্ড কী হবে জানেন না। বলেছেন, মৃত্যুর পর হয়তো দণ্ড হবে।
তিনি বলেছেন, সৌমেন্দু প্রার্থী হয়েছে পরিবারের গর্বের বিষয়, যোগ্যপ্রার্থী। ছেলের জন্য, বিজেপির হয়ে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট সময় দেবেন শিশির অধিকারী। তিনি বলেছেন, সৌমেন্দুর ওপর অনেক অত্যাচার হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বহু যুবক-ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেছেন, কাঁথি-কলকাতা-দিল্লির অফিস ভাল ভাবে জানে সৌমেন্দু। কোথায় কী করতে হয় কোথায় কীভাবে যোগাযোগ করতে হয় সবটাই জানে। পার্টি দীর্ঘদিন ধরে করছে। জেলা সাধারণ সম্পাদক। নতুন লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে ১০ বছর লাগে। ওর কাছে দিল্লির দরজা চিনতে ১০ মিনিটও লাগবে না। কাঁথির সমস্যা, জেলার সমস্যা বাংলার সমস্যা ও ভালো করে জানে, সবটাই জানে বোঝে, বলেছেন তিনি।