বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এটা প্রত্যাশিত ছিল যে আমেরিকা আদালত তাকে সামন পাঠাবে। কিন্তু প্রথমে গৌতম আদানি ও সাগর আদানিকে সমন পাঠাল যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন। সমনে স্পষ্ট বলা হয়েছে আগামী ২১ দিনের মধ্যে তাদের উত্তর দিতে হবে।

 

তা না হলে মার্কিন আদালত নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সোলার পাওয়ার চুক্তিতে ২,২০০ কোটির ঘুষ মামলায় আমেরিকায় তাঁদের ডেকে পাঠানো হয়েছে। শনিবার দুই শিল্পপতির বাড়িতে এসে পৌঁছল সমনের চিঠি। চিঠি মেলার পরদিন থেকেই সময় গোনা হবে। প্রত্যুত্তর জানাতে হবে আদালতকেও। জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ীই রায় ঘোষণা করা হবে। এখন গভীর সংকটে গৌতম আদানি।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রধান অভিযোগ কনটাক্ট পেতে ঘুষ দেওয়ার অভিযোগ। সোলার এনার্জি সাপ্লাইয়ের (Solar Energy Supply) কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। আমেরিকার বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুষ দেওয়া হয়েছে বলে দাবি আমেরিকার। গৌতম আদানি,সাগর আদানি-সহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এদিকে, আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির ভাইপো সাগর আদানির হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি সেদেশের বিচারবিভাগের। এখন দেখার তারা ওই সমনের মুখোমুখি কিভাবে হন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *