বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শীতকাল মানে কমলালেবু, তাও দার্জিলিং এর কমলালেবু। এবারে কয়েকদিন আগেই কমলালেবু চলে এসেছে শিলিগুড়িতে।
দাম অসাধারণ মানুষের নাগালের মধ্য। অনেকেই জানিয়েছেন, এবারের রেকর্ড পরিমাণে কমলালেবু উৎপাদন হয়েছে দার্জিলিংয়ে, যার কারনে আগেভাগেই বিদেশে চলে গেছে কমলালেবু। শিলিগুড়িতে কমলালেবু অক্টোবরের শেষের দিক থেকে, আর এবারে আরো আগে চলে এসেছে, তবে দাম নিয়ে অনেকটাই দ্বিধায় ছিলেন ক্রেতারা। এবারে সেটা বেড়ে গেছে। দার্জিলিং থেকে দু ধরনের কমলালেবু শিলিগুড়িতে আসে, এক পাহাড়ের কমলা লেবু, আর গ্রামের কমলালেবু। এর মত পাহাড়ের কমলা লেবু খেতে মিষ্টি। তাই শিলিগুড়ি ত এর বিক্রি বেড়ে গেছে অনেকদিন থেকে। কমলালেবু বিক্রেতারা জানিয়েছেন এবারে সবকিছুই আগেভাগে হচ্ছে, তাই আশা করা যায় রেকর্ড পরিমাণে বিক্রি হবে কমলালেবু।