বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নয় নয় করে প্রায় আড়াই বছর পরে আজ সোমবার মুখ্যমন্ত্রীর প্ৰিয় কেষ্ট গেলেন কালীঘাট। দেখা হবে দিদির সঙ্গে। কথাও হবে নিশ্চই প্রাণ ভরে।

 

গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হওয়ার পর তিহাড়ে কেটে গিয়েছে মাসের পর মাস। কিন্তু অনুব্রতর বিরুদ্ধে কখনও একটিও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বরবারই অনুব্রতকে নিয়ে নরম সুরই শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমোর গলায়। গরুপাচার মামলায় জামিন পেয়ে, ২৪ সেপ্টেম্বর বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। তিহাড় থেকে ফেরার পর এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন অনুব্রত মণ্ডল । দিদি ভাইয়ের মধ্যে কি কথা হলো তা জানতে উৎসুক সাংবাদিক মহল। তবে সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে কিছু জানা যায় নি।

সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেই বৈঠকেই আমন্ত্রিত অনুব্রত মন্ডল। আগে যেদিন ঘরে ফিরেছিলেন অনুব্রত, সেদিনই বীরভূমে ‘দিদির’ সঙ্গে দেখা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে কেষ্টর সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়নি।কালীঘাটের বৈঠকে যোগ দিতে সোমবার সকালেই অনুব্রত রওনা দেন বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে ৷ শরীর আর আগের মতো নেই। আগেও ব্যথা যন্ত্রণার কথা জানিয়েছিলেন তিনি। সকালে অবশ্য অনুব্রতকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *