বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ওয়াকফ বিল’ এই মুহূর্তে খুবই সংবেদনশীল বিষয়। সেই বিল নিয়ে আরও কিছুটা আলোচনার দাবি নিয়ে সোমবার বিরোধী সাংসদরা স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন। ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মেয়াদ বাড়ানোর দাবি জানালেন।

 

সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে যৌথ সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন বিরোধী সাংসদরা। ইতিমধ্যে ওয়াকফ সম্পত্তি ‘আল্লাহর সম্পত্তি’ বলে বিতর্ক জড়িয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম।

ইন্ডিয়া জোটের শরিকরা সোমবার নিজেদের মধ্যে আলোচনা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যান ওম বিড়লার কাছে। বিরোধীদের অভিযোগ, ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনও অসম্পূর্ণ। তাদের বক্তব্য, অগস্ট থেকে এখনও পর্যন্ত জেপিসির ২৫টি বৈঠক হয়েছে। কিন্তু, সবার বক্তব্য এখনও শোনা সম্পূর্ণ হয়নি। স্পিকারের সঙ্গে বৈঠকের পর আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, জেপিসির মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার। ১৫ দিনের মধ্যে পরবর্তী বৈঠক ডাকা হবে।ওয়াকফ সংক্রান্ত বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যেভাবে তাড়াহুড়ো করা হচ্ছে, তা ঠিক নয়।”তিনি আরও বলেন, এই নিয়ে আরও আলোচনা করা দরকার। এদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওয়াকফ বিল নিয়ে আন্দোলেন শুরু হতে চলেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *