বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখা বিজেপির কাছে বড়ো চ্যালেঞ্জ। অন্যদিকে ঝাড়খন্ড কি তারা দখল করতে পারবে? সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। মহারাষ্ট্রে সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই।

 

কখনও পাল্লা ভারী মহাযুতি জোটের, কখনও আঘাড়ীর। সকাল ৯ টা অবধি, কখনও এগোচ্ছে বিজেপির জোট, কখনও কংগ্রেসের জোট। মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন ২৮৮টি। ম্যাজিক ফিগার ১৪৫। মহারাষ্ট্রে এবার লড়াই মূলত দ্বিমুখী। একদিকে বিজেপি, শিবসেনার শিণ্ডে গোষ্ঠী এবং NCP-র অজিত গোষ্ঠীর মহাযুতি জোট। অন্য দিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পওয়ারের NCP-র মহাবিকাশ আঘাড়ী জোট। সকাল ৯ টার খবর অনুসারে ১২৩ টি আসনে এগিয়ে বিজেপির জোট । ১২৭ টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের জোট।

অন্যদিকে ঝাড়খন্ডে গেরুয়া ঝড় দমিয়ে দিচ্ছেন হেমন্ত সোরেন। জেএম, কংগ্রেস, আরজেডি, সিপিআই(এমএল)(এল)-র জোট মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে। জেএমএম এগিয়ে ২৪ আসনে, কংগ্রেস এগিয়ে ১১ আসনে, আরজেডি ৬ আসনে, সিপিআই(এমএল) ২ আসনে এগিয়ে। অন্যদিকে, এনডিএ এগিয়ে ২৬ আসনে। এর মধ্যে বিজেপি এগিয়ে ২৪ আসনে, জেডিইউ ১ আসনে, এজেএসইউপি ১ আসনে এগিয়ে। তবে এটা নিতান্তই প্রাথমিক খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *