বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এখনও অনেকটা গণনা বাকি। তবে সকালে ভোট গণনা শুরু হওয়ার পড়ে কিছুটা উল্লাস বিজেপি জোট ‘মহায্যুতি’ জোটের মুখে। এই রাজ্যে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ২৮৮। আর ম্যাজিক ফিগার হল ১৪৫।

 

প্রাথমিক টেন্ডে অনুযায়ী, বিজেপি জোট ৩৬টি আসনে এগিয়ে আছে। ছ’টি আসনে এগিয়ে আছে কংগ্রেসের মহা বিকাশ আঘাড়ি জোট। চারটি আসনে এগিয়ে আছে অন্যান্যরা। এখনও পোস্টাল ব্যালটের গণনা চলছে। হরিয়ানার মতো কি পাশা পালটাবে? নাকি লিড বজায় রাখবে বিজেপি জোট? হরিয়ানা বিধানসভা ভোটে শুরুতে এগিয়েছিল কংগ্রেস। তারপর হেরে গিয়েছিল। মহারাষ্ট্র নির্বাচনে একাধিক হেভিওয়েট প্রার্থী আছেন। যে তালিকায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মতো নেতারা আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *